ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ব্রত রায়ের ছড়ার বই ‘এই তো আমার ছড়া’

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
ব্রত রায়ের ছড়ার বই ‘এই তো আমার ছড়া’

বন্ধুরা, ছড়া পড়তে ভালোবাসো? এমন একটি বই হাতে পেতে ইচ্ছে করছে যা খুললেই পেয়ে যাবে নিজের মতো একটা জগৎ যেখানে হেসে খেলে বেড়াতে, নিজের মতো ভাবতে, গা দুলিয়ে হাসতে কোনো বাধা থাকবে না। তাহলে তোমার জন্যই আছে একটা দারুণ খবর! 

ছড়াকার ব্রত রায়কে চেনো কি? ওই যে, তোমাদের জন্য সুন্দর সুন্দর ছড়া লেখেন যিনি! নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই প্রকাশ পেয়েছে ছড়াকার ব্রত রায়ের লেখা শিশুতোষ নতুন ছড়ার বই ‘এই তো আমার ছড়া’।

 

পাঁচ থেকে নয় বছর বয়সী শিশুদের উপযোগী করে লেখা ছড়াগুলোর জন্য রঙিন পেপার কোলাজ ইলাস্ট্রেশন ও বইয়ের প্রচ্ছদ করেছেন সানজিদা সামরিন। ৪০ পৃষ্ঠার বইটিতে রয়েছে মোট ৩৪টি দুষ্টু-মিষ্টি আদুরে ছড়া।  

ব্রত রায়ের এই তো আমার ছড়া বইটি পাওয়া যাচ্ছে কাবুলিওয়ালাতে। তাছাড়া বন্ধুদের উপহার দিতে বা নিজের সংগ্রহে রাখতে অর্ডার করতে পারো ০১৭৫৮২৬৪৬৭৪ নম্বরে। বইটির দাম ৩০০ টাকা মাত্র।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।