ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাণিজ্য মেলায় ন্যাপল্যান্ড ফ্যান্টাসি পার্ক

সৈয়দ রিয়াদ হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২
বাণিজ্য মেলায় ন্যাপল্যান্ড ফ্যান্টাসি পার্ক

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শিশুদের জন্য স্থাপন করা হয়েছে ন্যাপল্যান্ড ফ্যান্টাসি পার্ক।

এই পার্কে আছে ৬টি রাইড।

প্রতিটি রাইডের টিকেট মূল্য ৩০ টাকা। পার্কের প্রবেশ পথেই আছে দুটি টিকিট কাউন্টার। কেনাকাটার পরে তোমরা এই কাউন্টার থেকে টিকিট নিয়ে একটু আনন্দও করে নিতে পারো।

পার্কের একটি বিশেষ আকর্ষণ হচ্ছে ‘পুতুল নাচ’। যা তোমরা অনেকেই হয়তো দেখনি। পুতুল নাচ দেখতে হলে তোমাকে ২০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।

মিরপুর ১০ থেকে মেলায় আসা আতিফ, রিফাত ও সোহান বলে, ‘গতবার মেলায় আমাদের জন্য কিছুই ছিল না। এবার এই পার্ক আমাদের সে কষ্ট ভুলিয়ে দিচ্ছে। আমরা অনেক মজা করছি। ’

পার্কের ব্যবস্থাপক মোঃ আতিক ইচ্ছেঘুড়িকে বলেন, ‘জায়গা কম হওয়ায় আমরা বেশি রাইড স্থাপন করতে পারিনি। আগামী বছর আরও বড় পরিসরে করার পরিকল্পনা আছে। ’

বন্ধুরা, তোমরা যারা ডোরেমন পছন্দ কর তাদের বলছি, তোমাদের জন্য পার্কের একপাশে ডোরেমনের ক্যালেন্ডার, ইস্টিকার, কলম, খেলনা বিক্রয় করা হচ্ছে।

আর দেরি না করে এখই ঘুরে এসো। কারণ আগামী ৩১ জানুয়ারি শেষ হয়ে যাবে এই মেলা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।