ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

3..2..1..0 অ্যাকশন

ওয়াসিকুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২
3..2..1..0 অ্যাকশন

৫ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে শিশুদের নির্মিত চলচ্চিত্রগুলো দেখার পর প্রথমেই বলতে হয় শিশুরা যে এত ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পারে তা সত্যিই অবিশ্বাস্য। উৎসবে প্রদর্শিত হয় বাংলানিউজের ইচ্ছেঘুড়ির প্রদায়ক আবীর ফেরদৌস মুখর নির্মিত চলচ্চিত্র 3..2..1..0 অ্যাকশন চলচ্চিত্রটি।

যা উৎসবে একটি বিশেষ পুরস্কার লাভ করে।

কি আছে এই চলচ্চিত্রে?

চারজন বন্ধু। তাদের মাথায় ভূত চাপলো ছবি বানানোর। কিন্তু তাদের না আছে ক্যামেরা, না আছে ছবির নায়িকা। অনেক কষ্টে নায়িকা খুঁজে পেলেও কোনোভাবেই ক্যামেরা পায় না। তারপর এই ক্যামেরা পাওয়া নিয়েই শুরু হয় নানারকম মজার ঘটনা।

চলচ্চিত্রটির ভাল দিকগুলোর কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় চলচ্চিত্রটির চিত্রনাট্য। খুবই সহজ ও সাবলীলভাবে এগিয়েছে চলচ্চিত্রটির কাহিনী। আর অভিনেতাদের অভিনয়ও ছিল প্রশংসার দাবিদার।

তবে এদের কেউই পেশাদার অভিনেতা না হলেও কারো অভিনয়ে অপেশাদারিত্বের ছাপ খুঁজে পাওয়া যায়নি। বিশেষ করে আলিফ চরিত্রের অভিনেতার অভিনয় ছিল সত্যিই সাবলীল।

ছবিটির কাহিনী ও অভিনয়ের দিক দিয়ে কোনো খুত না থাকলেও আলোকসম্পাত ও শব্দ সংযোজনে কিছুটা দুর্বলতা ছিল।

তবে একটি কথা না বললেই নয়, স্বল্প পরিসর এবং উপকরণে হয়তো অনেকের ক্ষেত্রে চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব হয়ে ওঠে না । তাই এসব নির্মাতাদের দেখেই আমরা আশায় বুকবাধি। হয়তো সেদিন দূরে নয়, যেদিন আমাদের দেশের চলচ্চিত্র অস্কার নিয়ে আসবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।