ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চাইল্ড পার্লামেন্টে ভর্তি বাণিজ্য বন্ধের দাবি

জাহিদ হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
চাইল্ড পার্লামেন্টে ভর্তি বাণিজ্য বন্ধের দাবি

ঢাকা : রাজধানীর বিভিন্ন স্কুলে ভর্তি বাণিজ্য বন্ধ, শিক্ষা উপকরণের দাম কমানোর দাবি জানিয়েছে চাইল্ড পার্লামেন্টের সদস্যরা।

বুধবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওস্থ এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত শিশুদের জাতীয় সংসদ বা ন্যাশনাল চাইল্ড পার্লামেন্টের ১০ম অধিবেশনে তারা এ দাবি জানায়।



অধিবেশনে দেশের বর্তমান পরিস্থিতিতে ‘শিক্ষাখাতে ব্যয়: পরিবার এবং শিশুদের ওপর প্রভাব’ বিষয়ে চাইল্ড পার্লামেন্ট প্রতিনিধিদের জরিপ তথ্য ও বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে একটি কর্মপত্র উপস্থাপন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

চাইল্ড পার্লামেন্টের সদস্যদের নানা দাবির প্রেক্ষিতে তিনি বলেন, শিক্ষার উপকরণের দাম কমানোর জন্য সরকার চেষ্টা করছে। ভর্তি বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেছে। তারপরও অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন, স্বাধীনতার ৪০ বছর পরও আমরা জাতীয় শিক্ষানীতি পাইনি। বর্তমান সরকার ২০১০ সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে।

একটি জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ১৫০০ গ্রামে কোনো স্কুল নেই। সরকারি উদ্যোগে সেই সকল গ্রামে স্কুল স্থাপনের কাজ চলছে।

অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করেন এসএম শাহরিয়ার সিফাত।

অধিবেশনে কুড়িগ্রাম জেলার শিশু সংসদ সদস্য ইসরাত জাহান মিম বলেন, বিভিন্ন স্কুলে এখনো ভর্তির জন্য টাকা নেওয়া হচ্ছে। সরকার শুধু এর বিরুদ্ধে আইন-ই করছে। কিন্তু বাস্তবায়ন হচ্ছে না।

অধিবেশনে লালমনিরহাট জেলার ওমর ফারুক আশিক, মুন্সিগঞ্জ জেলার আনিকা আক্তার যুথি, মাগুরা জেলার খালেদ বিন ওয়ালিদ, মেহেরপুর জেলার ফারহানা শারমিনসহ বিভিন্ন জেলার শিশু সংসদ সদস্যরা বক্তব্য রাখেন।

ব্যতিক্রমী এই অধিবেশনের আয়োজন করে সেভ দ্য চিলড্রেন, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্লান বাংলাদেশ।

বাংলাদেশ সময় : ১৬০০ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

সম্পাদনা : আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।