ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

কুয়েত

কুয়েতে লুলু এক্সচেঞ্জের শাখা উদ্বোধন করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

মঈনউদ্দিন সরকার সুমন, কুয়েত থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, আগস্ট ১০, ২০১৪
কুয়েতে লুলু এক্সচেঞ্জের শাখা উদ্বোধন করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

কুয়েত সিটি: কুয়েতের খাইতানস্থ দাব্বুস মার্কেটে আন্তর্জাতিক রেমিটেন্স প্রেরণ কারী প্রতিষ্ঠান লুলু এক্সচেঞ্জ এর ১৪ তম শাখার উদ্বোধন করলেন কুয়েতস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন, এনডিসি, পিএসসি।

রোববার সকালে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব কে এম আলী রেজা, সোনালী ব্যাংক কুয়েত প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারী, নেপাল দূতাবাসের হাইকমিশনার, লুলু এক্সচেঞ্জ এর  সিনিয়র ব্যবস্থাপনা কর্মকর্তাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত  বাংলাদেশিদের পক্ষ থেকে সহযোগিতার কথা উল্লেখ করেন এবং এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।  

প্রতিষ্ঠানের সিইও আদিব আহমেদ বলেন কুয়েতে বিভিন্ন স্থানে আমাদের ১৩টি শাখা আর এই নিয়ে ১৪টি শাখা খোলা হয়েছে এবং এর সম্প্রসারণে আরও কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুয়েত এর সর্বশেষ