কুয়েত সিটি: কুয়েতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে ২১শে ফেব্রুয়ারি (শনিবার) সকালে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও বায়ান্নর ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। এ ছাড়া অনুষ্ঠিত হয় শিশুদের জন্য বাংলা বর্ণমালা লেখার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি।
এদিকে কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিজেন্ট (বিএমসি) এর সেনা সদস্যরা ভাষা দিবসের দিন ভোরে সোবহান ক্যাম্পে তাদের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। প্রভাত ফেরিতে বিএমসি কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামি উজ্জ জামান বিএসপি, এনডিসি, পিএসসি সহ সকল বিএমসি কর্মকর্তা ও সদস্য সহ সুধী প্রবাসীজনেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫