ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুয়েত

কুয়েত থেকে জাহিদুর রহমান

কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ

সোবহান (কুয়েত) থেকে: মরুভূমির দেশ কুয়েত পুনর্গঠনে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ সহস্রাধিক সদস্য। বর্তমানে ১০টি কন্টিনজেন্টে ভাগ হয়ে মাইন অপসারণসহ নিরাপদ ও আধুনিক কুয়েত গঠনে নিজেদের মেধা ও শ্রম দিচ্ছেন এই বাংলাদেশি সেনারা।



উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের কুয়েত আক্রমণের পর কুয়েত রক্ষায় দেশটিতে মোতায়েন করা হয় বাংলাদেশি সেনা। ইরাকের দখলদারিত্ব থেকে কুয়েত রক্ষায় এবং যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করে ‍বাংলাদেশি সেনারা।

সে হিসেবে কুয়েতের স্বাধীনতার পুনর্গঠনেরও অংশীদার বাংলাদেশের সাহসী সেনাবাহিনী।

উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েতে হানা দিয়ে ইরাকি সেনারা দেশটির বিভিন্ন স্থানে পুঁতে রেখে যায় অসংখ্য মাইন। কুয়েতকে মাইন মুক্ত করতে গোটা দেশকে ছয়টি সেক্টরে ভাগ করে মাইন অপসারণের কাজ দেয়া হয় বাংলাদেশ,যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য,ফ্রান্স,মিশর ও পাকিস্তানকে।

কিছুদিন পর দেখা যায়,বাংলাদেশ ছাড়া অন্য যে সব দেশকে দায়িত্ব দেয়া হয়েছিলো তারা সঠিক ভাবে মাইনমুক্ত করতে পারেনি। বিভিন্ন এলাকা রয়ে গেছে ঝুঁকির মুখে।

Brig_gen_shamimতখন বিশেষ প্রটোকল স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশকেই অবশিষ্ট পাঁচটি সেক্টরের দায়িত্ব দেয়া হয়। যা বাংলাদেশের সেনাবাহিনীর মর্যাদা আর পরিশ্রমের একটি অনন্য স্বীকৃতি।

বর্তমানে কুয়েত সেনাবাহিনীর অধীনে ‘অপারেশন কুয়েত পুনর্গঠন’ নামে সেনাবাহিনীর দশটি কন্টিনজেন্ট কাজ করছে দেশটিতে। এটা বাংলাদেশের সেনাবাহিনীর জন্যে একটি বড় গৌরবের।

‘বাংলাদেশের সেনাবাহিনীর পরিশ্রম, দক্ষতা, সাহস আর নিষ্ঠার ওপর বরাবরই আস্থাশীল কুয়েত’ যোগ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন।

তিনি বলেন, দিন দিন কুয়েতে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ছে।

ব্রিগেডিয়ার জেনারেল এসএম শামিম উজ জামান, বিএমসি কমান্ডার, কুয়েত

২০১৩ সালে প্রায় চার হাজার সদস্য কাজ করলেও বর্তমানে ৫ হাজারের অধিক সেনাসদস্য কাজ করছে দেশটিতে।

এর মাধ্যমে দেশটির অগ্রযাত্রায় সেনাবাহিনীর সদস্যরা অংশ নেবার মাধ্যমে নিজেদের জীবন যাত্রাকে করেছেন উন্নত। উষ্ণ মরুভূমির প্রতিকূল আর বৈরী আবহাওয়ায় দক্ষতা আর পেশাদারিত্বের সাথে কাজ করে নিজেদের গৌরব আর সুনাম ছড়িয়েছে বাংলাদেশ।

মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন বাংলানিউজকে জানান, দশটি মিলিটারী কন্টিনজেন্টের সাথে অচিরের যুক্ত হবে নতুন আরো একটি কন্টিনজেন্ট।

এসব কন্টিনজেন্টের নেতৃত্ব দিতে কুয়েতের সোবহান এলাকায় রয়েছে বাংলাদেশ মিলিটারি কমান্ডের (বিএমসি) হেডকোয়ার্টার।

যার নেতৃত্বে রয়েছেন বিএমসি কমান্ডার সেনাবাহিনীর চৌকস অফিসার ব্রিগেডিয়ার জেনারেল এসএম শামিম উজ জামান।
Kuwait_Bangladesh_6
রাষ্ট্রদূত বাংলানিউজকে জানান, পেশাদার সামরিক কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এসএম শামিম উজ জামান বাংলাদেশ মিলিটারি কমান্ডকে ভিন্ন এক উচ্চতায় পৌঁছে দিয়েছেন। দুই দেশের সেনাবাহিনী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পথে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলেও জানান তিনি। যার কারণে কুয়েতের সেনাপ্রধান বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশের সেনাপ্রধান কুয়েত সফরের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আরো ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আরআই

**  কুয়েতে বাংলাদেশের ‘প্রিন্স’ সহিদ
** হয়রানি ও নাজেহালের শিকার হচ্ছেন প্রবাসীর
** অলিদের বঞ্চনা দেখার কেউ নেই
** শিল্প-সাহিত্যেও পিছিয়ে নেই প্রবাসীরা
** বাংলাদেশিদের কাজের ঠিকানা সুলাইবিয়ার ফল-সবজির বাজারও
** পরিবর্তনের দূত মেজর জেনারেল আসহাব উদ্দিন
** কুয়েতে মানবতার ফেরিওয়ালারা!
** সততা আর নিষ্ঠা থাকলে ঠেকায় কে?
** মরুর বুকে বুকভরা নিঃশ্বাস
** শ্রমিকদের মাথার মুকুট আব্দুর রাজ্জাক
** আরব সাগর থেকে হিমেল বাতাসে ভর করে এলো ছন্দ
** মরুর কুয়েত সবুজ চাদরে ঢাকছেন নাফিস জাহান
** ফেব্রুয়ারিতেই খুলনার মারুফের জীবনে আসছে পূর্ণতা!
** কুয়েতে গুলশান!
** কুয়েতের অ্যাম্বাসেডর!
** জন্ম কুয়েতে, হৃদয় বাংলাদেশের
** সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে চট্টগ্রামের শাহজাহানের
** ধূসর মরুভূমিতে সবুজ স্বপ্ন!
** ফেসবুক বন্ধ, খুললো জুতা!
** লেট বিমান!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুয়েত এর সর্বশেষ