কুয়েত: কুয়েতের রাজধানী কোথায়? উত্তরটা সহজ- কুয়েত সিটি। রাজধানী কুয়েত সিটির মিরকাবে রয়েছে আরেক ‘রাজধানী’।
সত্যিই তাই, বাংলাতে ‘রাজধানী’ লেখা জ্বলজ্বল করছে। বলছি ‘নিউ রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’র কথা। দেশি স্বাদের খাবার ছাড়াও কুয়েত প্রবাসীদের সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি কিংবা একত্রিত হওয়ার ঠিকানা এই রেস্টুরেন্ট।
প্রতিদিনই ভোজন রসিকদের ভিড় জমে এখানে। তবে সপ্তাহের ছুটির দিনগুলোতে রাজধানী রেস্টুরেন্ট হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের মিলনকেন্দ্র।
এই রাজধানীর রাজা কুমিল্লার মেহেদী হাসান (৩৪)। প্রবাসীদের কাছে তার পরিচয় ‘রাজধানীর মেহেদী’ নামে।
কুমিল্লার বুড়িচং থানার শাহ দৌলতপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মেহেদী হাসান। ১৯৯৯ সালে এক লাখ ২০ হাজার টাকা খরচ করে হাউজ বয় পদে কুয়েতে আসেন তিনি। পরে আকামা (ওয়ার্ক পারমিট) পরিবর্তন করে শ্রমিক হিসেবে কাজ নেন মুরগাবের একটি বেকারিতে। নিজের ভাগ্য পরিবর্তনে সততা আর নিষ্ঠার সাথে কাজ করে এক পর্যায়ে মালিকানা লাভ করেন বেকারিটির। পরে পাশের রাজধানী রেস্টুরেন্টটি কিনে নেন মেহেদী।
আন্ডারগ্রাউন্ড হোটেলের ছিমছাম পরিবেশ। বিস্তৃত পরিসর। সঙ্গে দেশি সুস্বাদু খাবারের সমাহার। সব মিলিয়ে প্রবাসীদের অসংখ্য হোটেলের মাঝে মেহেদী হাসানের এই রাজধানী পৌঁছে গেছে অনন্য উচ্চতায়। দেশে ফেলে আসা নিমকি, সিঙ্গারা, পুরি ছাড়াও এখানে মিলবে দেশের সুস্বাদু মাছের তৈরি নানা পদের খাবার।
এছাড়াও ভারতীয়, পাকিস্তানি আর আরবীয় খাবারও পাওয়া হয় এখানে। যার টানে ভিন্ন দেশের অনেকেই খেতে আসেন এই রেস্টুরেন্টে।
মেহেদী হাসান বাংলানিউজকে জানান, মূলত মাছ আসে বাংলাদেশ আর থাইল্যান্ড থেকে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জমজমাট থাকে তার হোটেল।
স্ত্রী মরিয়ম বেগম, মেয়ে আয়েশা ও ইয়াসমিন এবং ছেলে আবদুল্লাহকে নিয়ে প্রবাস জীবন যাপন করছেন মেহেদী হাসান।
নিজের সততা, বিনয় ও সদ্ব্যবহার আর অন্যকে সম্মন জানানোর মধ্য দিয়েই শূন্য হাতে কুয়েত আসা এই প্রবাসী আজ অনেকের কাছে গড়ে তুলেছেন নিজের অনন্য পরিচয়।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এমজেএফ/
** সবার উপর দেশ
** কুয়েতে সবাই এমপি!
** সেই ‘ছোট মানুষটিই’ কুয়েতের বড় ব্যবসায়ী
** কুয়েতের বাতাসে ধ্বনিত হয় বাংলা
** কুয়েতের ডাক্তার আপা
** ‘জীবন যুদ্ধ কইত্যে কইত্যে একটা জায়গায় পৌঁছাইছি’
** কুয়েতে তথ্য প্রযুক্তি খাতে সেনা পাঠাচ্ছে বাংলাদেশ
** আইনে নেই, তবুও বেআইনি চর্চা
** পরিবেশ পেলে বিনিয়োগ যাবে কুয়েত থেকে
** কুয়েতের জন্যে বাংলাদেশের আত্মত্যাগ
** কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ
** কুয়েতে বাংলাদেশের ‘প্রিন্স’ সহিদ
** হয়রানি ও নাজেহালের শিকার হচ্ছেন প্রবাসীর
** অলিদের বঞ্চনা দেখার কেউ নেই
** শিল্প-সাহিত্যেও পিছিয়ে নেই প্রবাসীরা
** বাংলাদেশিদের কাজের ঠিকানা সুলাইবিয়ার ফল-সবজির বাজারও
** পরিবর্তনের দূত মেজর জেনারেল আসহাব উদ্দিন
** কুয়েতে মানবতার ফেরিওয়ালারা!
** সততা আর নিষ্ঠা থাকলে ঠেকায় কে?
** মরুর বুকে বুকভরা নিঃশ্বাস
** শ্রমিকদের মাথার মুকুট আব্দুর রাজ্জাক
** আরব সাগর থেকে হিমেল বাতাসে ভর করে এলো ছন্দ
** মরুর কুয়েত সবুজ চাদরে ঢাকছেন নাফিস জাহান
** ফেব্রুয়ারিতেই খুলনার মারুফের জীবনে আসছে পূর্ণতা!
** কুয়েতে গুলশান!
** কুয়েতের অ্যাম্বাসেডর!
** জন্ম কুয়েতে, হৃদয় বাংলাদেশের
** সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে চট্টগ্রামের শাহজাহানের
** ধূসর মরুভূমিতে সবুজ স্বপ্ন!