ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

কুয়েত

কুয়েত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুন ২০, ২০১৬
কুয়েত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা: কুয়েতের প্রথম উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ সাবাহ আল খালেদ আল হামাদ আল সাবাহ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নতুন নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

১৬ জুন দেশটির রাজধানী কুয়েত সিটিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় তারা দু’দেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম ও সুগভীর দ্বি-পক্ষীয় সস্পর্কের কথা তুলে ধরেন।

একই সঙ্গে কুয়েতের যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের ভূমিকা বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী ভ‍ূমিকার কথা স্মরণ করেন পররাষ্ট্র মন্ত্রী।

এছাড়া যুদ্ধপরবর্তী সময়ে কুয়েত পুর্নগঠনে বাংলাদেশের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে নবনিযুক্ত রাষ্ট্রদূত এস এম আবুল কালামের মেয়াদকালে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় দ‍ূতাবাসের কাউস্নিলর (রাজনৈতিক) এস এম মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ২০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুয়েত এর সর্বশেষ