ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চুয়াডাঙ্গায় কৃষক হত্যার ২৯ বছর পর রায়, ৩ আসামির যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
চুয়াডাঙ্গায় কৃষক হত্যার ২৯ বছর পর রায়, ৩ আসামির যাবজ্জীবন 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষ্মীপুর গ্রামের কৃষক সুনীল কুমার দাসকে হত্যার ২৯ বছর পর রায় হয়েছে।

রায়ে দুই ভাইসহ তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বাকি ২২ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রায়লক্ষ্মীপুর গ্রামের সুলতান হোসেন (৫৫), একই গ্রামের শওকত আলী (৬০) ও তার ভাই লিয়াকত আলী ওরফে ন্যাকো (৫৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে ১৯৯৩ সালের ৯ ডিসেম্বর রাত ৮টার দিকে ১৫-১৬ জন রায়লক্ষ্মীপুর গ্রামের কৃষক সুনীলদের বাড়িতে গিয়ে সুনীলকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনার পরদিন নিহতের ভাই অনিল কুমার নামীয় ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

মামলায় মোট ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেন আদালত।

অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের পাবলিক প্রসিকিউটর গিয়াসউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।