ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মোমেন হত্যার আসামির জবানবন্দি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
মোমেন হত্যার আসামির জবানবন্দি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী মোমেন (৩২) হত্যা মামলায় আসামি রাহাত (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আদালতে পাঠানো পর বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান মোল্লার কাছে গ্রেফতারকৃত রাহাত এ জবানবন্দি দিয়েছেন।

 

এ তথ্য নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মামুন মিয়া।  

এর আগে, সোমবার (১৩ ডিসেম্বর) রাতে রাহাতকে গ্রেফতার করে পুলিশ।


জানা গেছে, ৭ অক্টোবর ভোর ৪টায় আড়াইহাজার থেকে ভুলতা গাউছিয়ায় কাঁচামাল আনার জন্য যাওয়ার পথে উপজেলার ঝাউগড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা আটকিয়ে একদল সশস্ত্র ডাকাত উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের আফাজউদ্দিনের ছেলে এবং স্থানীয় শালমদী বাজারের কাঁচামাল ব্যবসায়ী মোমেনকে (৩২) ছুরিকাঘাতে হত্যা করে। ওই দিনই নিহত মোমেনের ভাই আলমগীর বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, রাহাতের স্বীকারোক্তি অনুযায়ী জড়িত সব আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।