ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বিপজ্জনক বায়ু থেকে রক্ষায় অ্যালার্ট সিস্টেম চালু না করায় নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
বিপজ্জনক বায়ু থেকে রক্ষায় অ্যালার্ট সিস্টেম চালু না করায় নোটিশ

ঢাকা: অস্বাস্থ্যকর, অতি অস্বাস্থ্যকর ও বিপজ্জনক বায়ু থেকে জনসাধারণকে রক্ষায় অ্যালার্ট সিস্টেম চালু না করার বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন না করার অভিযোগ এনে সরকারকে নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব, অর্থ বিভাগের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকের (মনিটরিং এ- অ্যানফোর্সমেন্ট) কাছে আদালত অবমাননার এ নোটিশ পাঠানো হয়েছে।

 

পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বেলার পক্ষ থেকে জানানো হয়, ঢাকা শহরের বায়ু দূষণ নিয়ন্ত্রণে বেলা এক জনস্বার্থে রিট মামলা দায়ের করে। মামলার প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ১৫ ফেব্রুয়ারি বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য রক্ষায় বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও জনস্বার্থ পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

একইসঙ্গে একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনার মাধ্যমে বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং বায়ুর মান উন্নয়নের নির্দেশ কেন দেওয়া করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।  

পাশাপাশি বায়ু দূষণের প্রধান উৎসগুলো চিহ্নিতকরণ ও তা হ্রাসের সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং অস্বাস্থ্যকর, অতি অস্বাস্থ্যকর ও বিপজ্জনক বায়ু থেকে জনসাধারণকে রক্ষায় অ্যালার্ট সিস্টেম চালুর নির্দেশ দেন।  

আদেশ বাস্তবায়ন প্রতিবেদন আদেশ প্রাপ্তির চার মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়।  

বেলার পক্ষ থেকে আরও জানানো হয়, বায়ু দূষণ পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণ (এয়ার কোয়ালিটি ইনডেক্স) অনুযায়ী, বিগত ১ মাসের অধিক সময় ধরে রাজধানীর বায়ুর মান অস্বাস্থ্যকর, অতি অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও অস্বাস্থ্যকর, অতি অস্বাস্থ্যকর ও বিপজ্জনক বায়ু থেকে জনসাধারণকে রক্ষায় অ্যালার্ট সিস্টেম চালু করা হয়নি, যা আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন ও আদালত অবমাননার শামিল। এমন প্রেক্ষাপটে ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর, অতি অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পর্যায়ের ক্ষেত্রে আদালতের আদেশ অনুযায়ী অ্যালার্ট সিস্টেম চালুর অনুরোধ করা হচ্ছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।