ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বগুড়ার সেই এসিড মামলার কার্যক্রম চলবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
বগুড়ার সেই এসিড মামলার কার্যক্রম চলবে

ঢাকা: বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবানে এসিড নিক্ষেপের এক মামলার কার্যক্রমে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের দেওয়া ওই স্থগিতাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি বলেন, এই মামলার আসামিরা মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। গত ১৪ ডিসেম্বর হাইকোর্ট বিভাগ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। ওই স্থগিতাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আজ আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন। ফলে মামলাটির কার্যক্রম চলতে বাধা নেই।

জানা যায়, বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের দড়ি সোনাকানিয়া এলাকার নজিবুল্লাহর ছেলে মো. দুদু মণ্ডল ২০১৭ সালের ২৪ জুলাই এ মামলা করেন।

মামলায় আসামি করা হয় একই এলাকার মো. সাখাওয়াত হোসেন ওরফে শাহনাজ, মো. শাহিন, মো. সবুজ ও ইকতাউরকে।

মামলায় অভিযোগ করা হয়, পূর্ব শক্রুতার জেরে ওই বছরের ২৩ জুলাই রাত সাড়ে সাতটায় তার ভাই ছামছুল হক বাড়ির বাইরে গেলে আসামিরা এসিড নিক্ষেপ করে। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জামিনে থাকা অবস্থায় আসামিরা মামলা বাতিলে আবেদন করেন। গত ১৪ ডিসেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। বর্তমানে মামলাটি বগুড়ার এসিড অপরাধ প্রতিরোধ ট্রাইব্যুনালে বিচারাধীন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।