ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

যৌতুক মামলায় নীলফামারীর আইপি টিভির চেয়ারম্যানের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
যৌতুক মামলায় নীলফামারীর আইপি টিভির চেয়ারম্যানের জামিন

ঢাকা: স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় নীলফামারীর জলঢাকার মো. এমদাদুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে জামিন দেন।

এমদাদুল হক জলঢাকা উপজেলার পূর্ব গোলমুণ্ডা চারআনী এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি নিজেকে কথিত তিস্তা নামের একটি আইপি টেলিভিশনের চেয়ারম্যান দাবি করেন।

জামিনের বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।

জানা যায়, ২০১১ সালে মহছেনা বেগমের সঙ্গে বিয়ে হয় এমদাদুলের। বিয়ের সময় যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করেছিল এমদাদুলের পরিবার। কিন্তু মহছেনার পরিবার অর্থ দিতে রাজি হয়নি। তবে বিয়ের সময় উপহার হিসেবে প্রায় ৪ লাখ টাকার আসবাবপত্রসহ অন্যান্য সরঞ্জাম দিয়েছিল মহছেনার পরিবার।

বিয়ের কিছুদিন পর এমদাদুল ব্যবসা করার জন্য পুনরায় যৌতুক হিসেবে ৫ লাখ টাকার দাবিতে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন স্ত্রী মহছেনার ওপর। এ ঘটনায় ২০২১ সালের ৭ সেপ্টেম্বর যৌতুকবিরোধী আইন ২০১৮-এর ৩ ধারায় স্ত্রী মহছেনা বেগম মামলা করেন।

এ মামলায় গত ২ নভেম্বর তার জামিন নামঞ্জুর করে নীলফামারী চিফ জুডিশিয়াল জজ আদালত।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।