ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

১২ ফেব্রুয়ারি থেকে আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
১২ ফেব্রুয়ারি থেকে আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা

ঢাকা: আইনজীবী হিসেবে এনরোলমেন্টের (তালিকাভুক্তি) জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

বুধবার (০৪ জানুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বার কাউন্সিল।

বার কাউন্সিলের সচিব ড. ওয়াহিদুজ্জামান শিকদারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ সেপ্টম্বর অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সিডিউল এবং পরীক্ষার্থীদের করণীয় সম্পর্কে পরবর্তীতে জানানো হবে।

এর আগে গত বছরের ৮ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে ৫ হাজার ২০৯ জন উত্তীর্ণ হন। কিছু প্রার্থীদের ফলাফল তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়েছে। তৃতীয় পরীক্ষকের যাচাইয়ের পর ২৮ ডিসেম্বর আরও ১০৬ পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।