ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ব্রাহ্মণবাড়িয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের মানববন্ধন ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (০৪ জানুয়ারি) সকাল থেকে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

 

এসময় তারা আইনজীবীদের বিরুদ্ধে এজলাস চলাকালে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারককে অকথ্য ভাষায় গালিগালাজ, বিচারিক কাজে হস্তক্ষেপ, আদালতের কর্মচারীদের মারধর এবং দুর্ব্যবহারের অভিযোগ এনে এর প্রতিবাদ জানান।  

এ কর্মসূচিতে জেলা জজ আদালত ও চিফ জুডিশিয়াল আদালতের তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

এতে জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সদস্য আব্দুল মান্নান নাইম নাজিম, কাজী উজ্জ্বল ইসলাম, খালেদা আক্তার জাহান, জালাল উদ্দিনসহ অনেকে।  

বক্তারা আদালতের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার দাবি জানিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে।  

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভুইয়া বলেন, তাদের অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট। মূলত জাল স্ট্যাম্প, জালিয়াতির উৎস ও চাঁদাবাজি বন্ধ করে দেওয়ায় ঘুষখোর ও ঘুষখোরের মদদদাতা আদলতের নাজির মুমিনকে রক্ষা করতে এ কর্মসূচি পালন করছেন আদালতের কর্মচারীরা।  

তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তার অপসারণ দাবি করেন।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
এসআই 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।