ঢাকা: দায়রা জজ আদালতেও জামিন পাননি জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদের তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
এদিন শফিকুর রহমানের পক্ষে তার আইনজীবী আব্দুর রাজ্জাক জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে একাধিকবার তার জামিনের আবেদন নামঞ্জুর হয়। ওই আদেশের বিরুদ্ধে তার পক্ষে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে যান তার আইনজীবীরা।
গত ১৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে শফিকুর রহমানকে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। এরপর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাদের যাত্রাবাড়ী থানার মামলায় তাকে গ্রেফতার দেখায়।
ওইদিনই তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২১ ডিসেম্বর ফের তাকে তিনদিনের রিমান্ডে পাঠানো হয়। দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে গত ২৫ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।
এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
কেআই/আরআইএস