ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ময়মনসিংহে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
ময়মনসিংহে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

ময়মনসিংহ: ময়মনসিংহে রমিজ উদ্দিন হত্যা মামলায় শামসুদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত শামসুদ্দিন একই জেলার মুক্তাগাছা উপজেলার তারাঢি ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা।  

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদিপ্তা সরকার আসামির উপস্থিতিতে এ রায় দেন।  

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সঞ্জিব সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।  

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৫ সালের ১০ মে রফিজ উদ্দিন (নিহত) আসামি শামসুদ্দিনের বাড়ির সামনে বসে বাঁশের চাটাই বুনন করছিলেন। সে সময় রফিজের স্ত্রী তাকে গুড়ের খুরমা খেতে দেন। এরপর রফিজের পানি পিপাসা হলে শামসুদ্দিনের রান্নাঘর গিয়ে তিনি এক গ্লাস পানি পান করেন। তখন না বলে রান্নাঘরে ঢুকে পানি পান করার অভিযোগে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লোহার শাবল দিয়ে রফিজের মাথায় কয়েকটি আঘাত করেন শামসুদ্দিন। এতে ঘটনাস্থলেই রফিজের মৃত্যু হয়। এর পরপরই শামসুদ্দিন পালাতে গেলে স্থানীয় ফকিরগঞ্জ বাজারে মোস্তফা নামে এক ব্যক্তি তাকে আটকানোর চেষ্টা করেন। সে সময় শামসুদ্দিন তাকেও শাবল দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা শামসুদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।  

এ ঘটনায় ওইদিন শামসুদ্দিনকে আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে শামসুদ্দিন কারাগারেই ছিলেন। এ ঘটনার সাত বছর পর আসামির উপস্থিতিতে আদালত শামসুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।