ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

নাশকতা মামলা: খুলনা বিএনপির ৬৬ নেতা-কর্মী কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
নাশকতা মামলা: খুলনা বিএনপির ৬৬ নেতা-কর্মী কারাগারে

খুলনা: খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ মোট ৬৬ নেতা-কর্মীকে পৃথক ৩টি নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত খুলনা জেলা দায়রা জজ আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এতদিন তারা উচ্চ আদালতের দেওয়া আগাম জামিনে ছিলেন।

বিএনপির আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার ৩ মামলায় খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৬৬ নেতাকর্মী আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের আবেদন না-মঞ্জুর করে কারাগারে কারাগারে পাঠানোর আদশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪ , ২০২৩
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।