ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জাপানি শিশু লিনাকে নিয়ে আদালতের নতুন আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
জাপানি শিশু লিনাকে নিয়ে আদালতের নতুন আদেশ

ঢাকা: বাংলাদেশে অবস্থান করা জাপানি দুই শিশুর মধ্যে ছোট মেয়ে নাকানো লায়লা লিনা (৯) কে নিয়ে নতুন আদেশ দিয়েছেন আদালত।  

আদেশে বলা হয়েছে, লিনা একদিন বাবা ও একদিন মায়ের কাছে থাকবে।

 

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত লিনাকে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন এই আদেশ দেন।  

এদিন ওই শিশু মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি ওই সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করেন।  

এদিকে বাবার পক্ষে শুনানি করেন নাসিমা আক্তার লাভলী। তিনি লিনাকে বাবার হেফাজতে রাখার প্রার্থনা করেন।

এ সময় লিনা স্বেচ্ছায় বিচারকের সঙ্গে কথা বলতে চান। শুনানি শেষে বিচারক খাস কামরায় লিনার কথা শোনেন। পরে এ বিষয়ে আদেশ দেন আদালত।

আদেশের আগে বিচারক বলেন, লিনার সঙ্গে আমার কথা হয়েছে। সে বাবার কাছে থাকতে চায়। না হয় ভিকটিম সাপোর্ট সেন্টারে যেতে চায়। সে মায়ের সঙ্গে জাপানে যেতে চায়নি। তবে বলেনি মায়ের কাছে থাকবে না।  

এরপর নতুন আদেশ দেন বিচারক।

এর আগে লায়লা লিনা সাংবাদিকদের বলেন, আমি বাবাকে ভালোবাসি। বাংলাদেশে থাকতে চাই। মায়ের কাছে যাব না।

গত ২৯ জানুয়ারি বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে জাপানি বংশোদ্ভুত ওই দুই শিশু মায়ের জিম্মায় থাকবে মর্মে রায় দেন।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
কেআই/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।