ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

মেয়েকে হত্যা, প্রেমিকসহ সৎ-মায়ের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩১, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
মেয়েকে হত্যা, প্রেমিকসহ সৎ-মায়ের যাবজ্জীবন

রাজবাড়ী: রাজবাড়ীতে মেয়েকে হত্যার দায়ে সৎ মা হাফশিয়া বেগম (৩০) ও তার পরকীয়া প্রেমিক খোরশেদ মোল্লাকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে উভয়কে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের বাসিন্দা।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহিদ হোসেন জানান, তারা উচ্চ আদালতে যাবেন।  

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বাংলানিউজকে জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত যে রায় দিয়েছেন, তাতে তারা খুশি।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালে ২২ অক্টোবর রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের ছাত্রী মর্জিনা কলেজ থেকে বাড়ি ফিরে সৎ মা হাফশিয়া ও তার প্রেমিক খোরশেদকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। তখন হাফশিয়া ও খোরশেদ দুজন মিলে বালিশচাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মর্জিনা আত্মহত্যা করেছে বলে প্রচার করে।  

এ ঘটনায় মর্জিনার বাবা আজগর আলী সরদার হাফশিয়া ও খোরশেদকে আসামি করে ওইদিন (২২ অক্টোবর) মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।