ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

চুরি করতে গিয়ে ধরা পড়লো ‘ধর্ষক’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৩, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
চুরি করতে গিয়ে ধরা পড়লো ‘ধর্ষক’ 

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শাহ আলম মিয়া (২৭) আদালতে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমু সরকার ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

 

শাহ আলম চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের আব্দুল নূর প্রকাশ মধু মিয়ার ছেলে।

রাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, শাহ আলম গত বছরের ২ সেপ্টেম্বর এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি। বৃহস্পতিবার চন্দনা গ্রামে চুরি করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে সে ধর্ষণ মামলারও আসামি।

জবানবন্দির বরাত দিয়ে ওসি জানান, চন্দনা গ্রামের বাকপ্রতিবন্ধী এক নারী গত বছরের পহেলা সেপ্টেম্বর ঘরে একা ছিলেন। দুপুরে তিনি বাথরুমে গোসল করছিলেন। এ সময় শাহ আলম বাথরুমে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে। বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি চিৎকার করতে পারেননি। ঘটনার পরদিন ধর্ষণের শিকার নারীর বাবা চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।