ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

প্রথম আলোর সাংবাদিক শামস আদালতে 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
প্রথম আলোর সাংবাদিক শামস আদালতে 

ঢাকা: সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে রাজধানীর রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে তাকে আদালতে আনা হয়।

তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।  

বুধবার ভোরের দিকে সিআইডি পরিচয়ে শামসুজ্জামানকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। দিনভর নাটকীয়তার পর বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলো।  

স্বাধীনতা দিবসে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে জেরে বুধবার ভোরের দিকে গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলায় শামসের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২)/২৬(২)/২৯(১)/৩১(২)/৩৫(২) ধারার অভিযোগ আনা হয়েছে।  

বুধবার রাতে একই অভিযোগে রমনা থানায় আরেকটি মামলা করেন আইনজীবী মশিউর মালেক। মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, শামসুজ্জামান শামস ও অজ্ঞাতনামা ক্যামেরাম্যানকে আসামি করা হয়।  

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
কেআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।