ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিএনপি নেতা দুলুর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দই থাকবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মে ৩, ২০২৩
বিএনপি নেতা দুলুর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দই থাকবে

ঢাকা: বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিনের জব্দ করা ব্যাংক হিসাব খুলে দেওয়া প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (০৩ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। পিটিশনার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

আমিন উদ্দিন মানিক জানান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে নয় কোটি এক লাখ চার হাজার ৩০৮ টাকা জব্দ করার জন্য দুদক আবেদন করে। ওই আবেদনের শুনানি নিয়ে ঢাকার বিশেষ জজ আদালত ২০২০ সালের ১৬ নভেম্বর তিনটি ব্যাংকের ৪৯ টি অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন।

পরে জব্দের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন সাবিনা ইয়াসমিন। ওই আবেদনের শুনানি নিয়ে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্ট কেন খুলে দেওয়া হবে না সেই মর্মে রুল দিয়েছিলেন হাইকোর্ট।  

বুধবার সেই রুল খারিজ করে দেন হাইকোর্ট। ফলে তাদের অ্যাকাউন্ট জব্দই থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ০৩, ২০২৩
ইএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।