ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আইন ও আদালত

কোচিং খোলা রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মে ১৯, ২০২৩
কোচিং খোলা রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

দিনাজপুর: দেশব্যাপী চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।  

সেই নির্দেশনা অমান্য করে দিনাজপুরে কোচিং সেন্টার খোলা রাখায় এক পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ মে) সকালে দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকায় পবিত্র কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন দিনাজপুর সদর উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাথী দাস।

এ বিষয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সবধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে পবিত্র কোচিং সেন্টার খোলা রাখায় একটি মামলায় এর পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হযয়েছে। একইসঙ্গে এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে ।  

এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকল মুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গত ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।