ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হাতকড়া খুলে চুরি মামলার আসামির পলায়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মে ২১, ২০২৩
হাতকড়া খুলে চুরি মামলার আসামির পলায়ন

বগুড়া: বগুড়ার আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে হাতকড়া খুলে চঞ্চল ওরফে ইমরান (৩২) নামে চুরি মামলার এক আসামি পালিয়ে গেছেন।

রোববার (২১ মে) দুপুরে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে আসামি পালানোর ঘটনা ঘটে।



পালিয়ে যাওয়া আসামি চঞ্চল ওরফে ইমরান বগুড়া সদর উপজেলার নওদাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম ওরফে আফজাল হোসেনের ছেলে।

জানা যায়, শনিবার (২০ মে) গাবতলী থানা পুলিশ চকবোচাই এলাকা থেকে চঞ্চল ওরফে ইমরানকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করে। পরে তার নামে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করা হয়। আজ গাবতলী থানা পুলিশের গাড়িতে অন্যান্য আসামিদের সঙ্গে তাকে আদালতে নিয়ে আসেন গাবতলী থানা পুলিশের একটি দল। দুপুরে বগুড়া চিফ জুডিসিয়াল আদালত চত্বরে পুলিশের গাড়ি থেকে আসামি নামানোর সময় ইমরান হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তার পিছু ধাওয়া করেও আটক করতে পারেনি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, পালিয়ে যাওয়া আসামিকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করা হয়েছে। এছাড়াও পুলিশের গাফলতির বিষয়টিও দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ২১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।