ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

নতুন আইনজীবী জোটকে সুপ্রিম কোর্ট বারের প্রত্যাখ্যান

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
নতুন আইনজীবী জোটকে সুপ্রিম কোর্ট বারের প্রত্যাখ্যান সংবাদ সম্মেলন।

ঢাকা: বিএনপির আইনজীবীদের নেতৃত্বে সমমনা সব রাজনৈতিক  আইনজীবীদের নিয়ে গঠিত ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বুধবার (১৪ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানানো হয়।



সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকিরসহ আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুন নূর দুলাল বলেন, বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা নতুন কৌশল অবলম্বন করে ১২ জুন একটি সংবাদ সম্মেলন করেন।  
এ সংবাদ সম্মেলনে তারা ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট নামে একটি কমিটি গঠন করেন।

এ কমিটিতে যারা আছেন, তাদের সবার অতীত আপনাদের জানা আছে। প্রায় সবাই বিএনপি দলীয় আইনজীবী। বাকি কয়েকজন দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে জোটবদ্ধ অবস্থায় আইন অঙ্গনে ও সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে চলেছেন।

সংবাদ সম্মেলনে তাদের লিখিত বক্তব্য সত্যের অপলাপ। ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট নামীয় কমিটি বিএনপি জামায়াত এবং তাদের জোটের আইনজীবীদের একটি অপভ্রংশ মাত্র। এটি নতুন করে সন্ত্রাস সৃষ্টির একটি অপপ্রয়াস।

তিনি আরও বলেন, আইনজীবী সমিতিতে কোনো গোষ্ঠী আইন-শৃঙ্খলার অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দায়িত্ব এ বারের সব আইনজীবীর এবং অ্যাটর্নি জেনারেল অফিসের সম্মানিত সদস্যদেরও। তাদের বিরুদ্ধে লিখিত বক্তব্যে এ জোট যে কটূক্তি করেছে, তা অসৌজন্যমূলক, বিভ্রান্তিকর এবং মিথ্যাচার।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।