ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নরসিংদীতে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
নরসিংদীতে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

নরসিংদী: নরসিংদীর বেলাবতে হারুনুর রশিদ হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

রোববার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শামিমা পারভিন এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দুবাইরজাইল গ্রামের নূর ইসলামের ছেলে হাবিবুর রহমান হাবিব, একই গ্রামের আব্দুল বাকির ছেলে ছেলাল ওরফে সালাউদ্দিন, একই গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে রাসেল মিয়া, একই গ্রামের শিরু মিয়ার ছেলে আব্দুস সালাম মিয়া ও রায়পুরা মাহমুদাবাদ গ্রামের মৃত লাল মিয়ার ছেলে  জুয়েল। তাদের মধ্যে রাসেল মিয়া ও আব্দুস সালাম মিয়া পলাতক। বাকিরা কারাগারে রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, বেলাব উপজেলার বেলাব গ্রামের অটোরিকশার চালক হারুনুর রশিদ ২০১৩ সালের ২৮ জুন সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। একদিন পর ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব চুনাখালি ব্রিজ সংলগ্ন হোসেন আলীর বেগুন ক্ষেতের পাশের ডোবায় তার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছেলে মো. আরিফুজ্জামান শামীম বাদী হয়ে বেলাব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অটোরিকশা চুরির সূত্র ধরে প্রথমে রাসেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের নামে আদালতে চার্জশিট দেন।  

মামলায় ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় এ রায় দেন আদালত।  

মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন নরসিংদী আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট এম এন অলিউল্লাহ ও আসাদুজ্জামান জামান।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ১৮, ২০২৩

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।