ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

যশোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
যশোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

যশোর: যশোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৮ জুন) যশোরের স্পেশাল জজ (জেলা জজ) মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন।

 

সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হামিদ মোড়ল শার্শা উপজেলার খাজুরা পশ্চিমপাড়ার মৃত জয়নুদ্দীন মোড়লের ছেলে।

যশোর স্পেশাল জজ আদালতের পিপি সাজ্জাদ মোস্তফা রাজা এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৯ জানুয়ারি দুপুর তিনটায় আব্দুল হামিদের সঙ্গে তার স্ত্রী আমেনা বেগমের ঝগড়া হয়। কথাকাটাকাটির এক পর্যায় হামিদ ঘরে থাকা দা দিয়ে আমেনার গলায় ও বাম হাতে কোপ মেরে রক্তাক্ত জখম করে। তাৎক্ষণিক আমেনাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০১১ সালের ১ ফেব্রুয়ারি মারা যান তিনি।  

এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন মোড়ল তার মাকে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেন।  

মামলাটি তদন্ত করে ২০১১ সালের ২৮ জুন আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা শার্শা থানার এসআই এসএম আজিজুর রহমান।

সর্বশেষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার এ মামলার রায় ঘোষণা এ সাজা প্রদান করেন আদালত। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ১৮ জুন, ২০২৩
ইউজি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।