ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রী হাইকোর্টে জামিন পাননি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জুন ২১, ২০২৩
আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রী হাইকোর্টে জামিন পাননি

ঢাকা: রাজধানীর বনানী থানায় দায়ের করা মানি লন্ডারিং মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম সিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীর জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২১ জুন) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভুঁইয়া। জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. কামরুল ইসলাম।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া জানান, শুনানি অন্তে হাইকোর্ট জামিন দিতে অপারগতা পোষণ করে জামিন আবেদন ফেরত দিয়ে কার্যতালিকা থেকে বাদ দেন।

এর আগে সকালে সিআইডির আবেদনে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান আসামি মঞ্জুর আলম শিকদারসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের সম্পত্তি অবরুদ্ধের আদেশও দেওয়া হয়।

নিষেধাজ্ঞার আদেশ দেওয়া অপর তিনজন হলেন- সাদিয়া চৌধুরী, আবুল কাশেম ও মোটরসাইকেল সরবরাহকারী মো. আল মামুন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইনান্সিয়াল ক্রাইমের পুলিশ পরিদর্শক (নি.) মো. মনিরুজ্জামান এ আবেদন করলে আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মে মাসে আসামিদের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় মানি লন্ডারিং আইনের ৪(২)৪(৪)৪(৩) ধারায় অভিযোগ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুন ২১, ২০২৩
ইএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।