ঢাকা: অর্থ আত্মসাৎ করে পাচারের অভিযোগের মামলায় ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাইকে বিচারিক আদালতের দেওয়া জামিন স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট।
এই নাহিদা রুনাই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিদেশে পালিয়ে থাকার পর ভারতে গ্রেপ্তার হওয়া প্রশান্ত কুমার (পি কে) হালদারের বান্ধবী বলে পরিচিত।
দুদকের আবেদনে সোমবার (১০ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
পরে তিনি জানান, নাহিদা রুনাইয়ের জামিন কেন বাতিল হবে না এ মর্মে রুল জারি করে ছয় মাসের জন্য জামিন স্থগিত করেছেন।
২০২১ সালের ২৫ জানুয়ারি মামলটি করেন দুদকের সহকারী পরিচালক নারগিস সুলতানা।
মামলার অভিযোগে বলা হয়, আসামিদের নামে অসৎ উদ্দেশ্যে পরস্পরের সহায়তায় প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভুয়া/অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান রাহমান কেমিক্যাল লিমিটেডের নামে জাল রেকর্ডপত্রাদি প্রস্তুত করে তা সঠিক হিসাবে ব্যবহার করে ওই অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের মালিককে ভুয়া ঋণ পেতে প্রত্যক্ষ সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট ঋণের গ্রহীতা রাহমান কেমিক্যালের পরিচালকরা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের প্রত্যক্ষ মাধ্যমে ৫৪ কোটি ৫৫ লাখ টাকার ভুয়া ঋণের কাগজপত্র প্রস্তুত করে তা সঠিক হিসাবে ব্যবহার করে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড কর্মকর্তা ও বোর্ড সংশ্লিষ্ট সদস্যদের প্রত্যক্ষ সহায়তায় তুলে আত্মসাৎ করেন।
পরবর্তী সময়ে বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে ওই অর্থ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির হিসাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে পাচার করে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২), (৩) ধারায় অপরাধ করেছেন।
এ মামলায় পি কে হালদার এক নম্বর আসামি। এ মামলার পর ২০২১ সালের ১৬ মার্চ বিকেল ৪টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম ইন্টারন্যাশনাল লিজিংয়ের তৎকালীন ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই এবং সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরীকে গ্রেপ্তার করে।
এ মামলায় ২৮ ফেব্রুয়ারি নাহিদা রুনাইকে জামিন দেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালত। সেই জামিন বাতিল চেয়ে ৯ জুলাই আবেদন করেছে দুদক।
আরও পড়ুন>>>পিকে হালদারের বান্ধবী রুনাইসহ গ্রেফতার ৩
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
ইএস/এএটি