ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নাদিম হত্যা: বাবুসহ ৬ জনের জামিন না মঞ্জুর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
নাদিম হত্যা: বাবুসহ ৬ জনের জামিন না মঞ্জুর 

জামালপুর: জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলায় প্রধান আসামি বাবুসহ ছয়জনের জামিন না মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশিগঞ্জ আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহম্মেদ এ আদেশ দেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসূফ আলী জানান, দুপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু, রেজাউল, মনিরুজ্জামান, জাকিরুল, আন্দোলন সরকার ও মকবুল আদালতে জামিন আবেদন করেন। এরপর বিচারক দুপক্ষের যুক্তিতর্ক শুনে তাদের জামিন না মঞ্জুর করেন।

এ যাবৎ এ মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৬ জন। বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে কারাগারে রয়েছেন সব আসামি। এর মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি বাবুসহ চারজন।  

এর আগে ৪ জুলাই প্রধান আসামি বাবুসহ ১০ জনের জামিন আবেদন না মঞ্জুর করেন আদালত।

গত ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ১৭ জুন বাবুসহ ২২ জনকে আসামি করে বকশিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত রব্বানীর স্ত্রী মনিরা বেগম। এ মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এসএফ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।