ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার কড়ই কাদিরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে আব্দুল আলীম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই ভাইসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার কড়ই কাদিরপুর গ্রামের আব্দুল কুদ্দুস (৫৯) ও তার ভাই আব্দুল হান্নান (৫৬), আমিনুর ইসলাম (৫১), আনোয়ার হোসেন (৪৯), দুদু (৪৯) ও ঘুটু আলম (৪৪)।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ মার্চ সদর উপজেলার বম্বু ইউনিয়নের রশিদার হিচমী ফকিরপাড়ার আব্দুল আলীম (৬২) রাতের খাবার খেয়ে পার্শ্ববর্তী কড়ই কাদিরপুর গ্রামের আব্দুল মান্নান মৌলভীর পুকুর পাহারা দিতে যান। পরদিন সকালে পুকুরপাড়ের পাশে ধানক্ষেতে তার হাত ও পা বাঁধা মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বেগম ২০০৯ সালের ৮ মার্চ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) ফারুক খলিল তদন্ত শেষে ২০০৯ সালের সালের ২২ জুলাই আদালতে ছয়জনের নামে অভিযোগপত্র দেন। এরপর দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন বিচারক।

বাদীপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল ও এপিপি উদয় সিং।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন এইএম খলিলুর রহমান, মোস্তাফিজুর রহমান ও হেনা কবীর।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।