ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিস্ফোরক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
বিস্ফোরক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

মেহেরপুর: বিস্ফোরক আইনে পুলিশের দায়ের করা মামলায় মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ বিএনপির তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।  

রোববার (১৬ জুলাই) দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহিদুল্লাহর আদালতে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরা হলেন- সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, মেহেরপুর শহরের খাঁ পাড়ার মৃত শান্ত খাঁর ছেলে বিএনপি নেতা আলিফ ও বোসপাড়ার মৃত জামশেদ আলীর ছেলে রাজন।

এর আগে, এই তিন আসামি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। এই তিন নেতার নামে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৪/৫ ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।