ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

ঝিনাইদহে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
ঝিনাইদহে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর জেল

ঝিনাইদহ: ঝিনাইদহ সদরে অস্ত্র মামলায় ও পৃথক দুটি ধারায় ফারুক হোসেন (৩৫) নামের এক আসামিকে ১৭ বছরের কারাদণ্ডদিয়েছেন আদালত।

সোমবার (১৭ জুলাই) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ফারুক ঝিনাইদহ সদর উপজেলার সদরের মহামায়া গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি ঝিনাইদহ সদরের হলিধানী এলাকা থেকে ফারুকের দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে পর দিন সদর থানায় ফারুক হোসেন, রাশিদুল ইসলাম ও লিটনের নামে মামলা দায়ের করে।  তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ১৭ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় আসামিকে পৃথক দুটি ধারায় ১০ বছর ও সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। মামলার অপর আসামি রাশিদুল ও লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।