ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

আইন ও আদালত

রাজবাড়ীতে মাদক মামলায় নারীর যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
রাজবাড়ীতে মাদক মামলায় নারীর যাবজ্জীবন 

রাজবাড়ী: রাজবাড়ীতে মাদক মামলায় স্বপ্না আক্তার (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

আসামির উপস্থিতিতে বুধবার (২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মাৎ জাকিয়া পারভীন এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত স্বপ্না রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পোড়াভিটা এলাকার সেলিম চৌকিদারের স্ত্রী। তার নামে আদালতে আরও কয়েকটি মাদক মামলা বিচারাধীন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ জুলাই রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে ৪৪ গ্রাম হেরোইনসহ পুলিশ স্বপ্না আক্তারকে আটক  করে। পরে স্বপ্না আক্তারের নামে রাজবাড়ী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। ওই মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন আদালত।

রাজবাড়ী আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট উজীর আলী শেখ বলেন, স্বপ্না আক্তার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। অন্য মাদক ব্যবসায়ীরা এটি দেখে শিক্ষা নেবে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।