ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

ফেনী বিএনপির ২৫ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
ফেনী বিএনপির ২৫ নেতাকর্মী কারাগারে

ফেনী: ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া ফেনী বিএনপির ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

রোববার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসানের আদালতে তাদের হাজির করা হয়।

শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ রশীদ জানান, ২৫ জনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের জেলহাজতে রাখার নির্দেশ দেন আদালত।

আদালতে বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, আদালতে ২৫ জনকে হাজির করে গত ১৮ তারিখে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে ঘিরে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এজাহারে নাম উল্লেখ নেই এমন ২২ জনকে গ্রেপ্তার না দেখানোর জন্য আবেদন করেছিলাম। আমাদের আর বিশ্বাস নেই।

নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, জেলা যুবদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সেলিম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, ফেনী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন মিয়াজী, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী কামরুল হাসান, যুগ্ম আহবায়ক নুর নবী, ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী শাকিল, তুহিন, সোহাগ, সাইফুর রহমান রুবেল পাটোয়ারী, সোনাগাজী সদর ইউনিয়নের সমির খান, জাহিদুল ইসলাম হিরন, দাগনভূঞা উপজেলা ছাত্রদল নেতা রুবেল, আশরাফুল ইসলাম, জাতীয়তাবাদী হেল্প সেলের প্রধান সমন্বয়ক সুমন আহসানসহ আরও কয়েকজন।

গেল ২৭ জুলাই ঢাকা মিডওয়ে হোটেল থেকে ২৬ নেতাকর্মী গ্রেপ্তার হন। ২ আগস্ট তাদের ফেনীতে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩ 
এসএইচডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।