জামালপুর: জামালপুরের বকশিগঞ্জ সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ পাঁচজনের জামিন না মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তৃতীয়বারের মতো আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করা হয়েছে।
সোমবার (৭ আগস্ট) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশিগঞ্জ আমলি আদালতের বিচারক তানভীর আহম্মেদ তাদের জামিন আবেদন না মঞ্জুর করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী ইউসূফ আলী বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার ১৭ আসামির মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামান জামিনের আবেদন করেন। বিচারক বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাদের জামিন আবেদন না মঞ্জুর করেন। এ নিয়ে তৃতীয়বারের মতো আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করা হয়েছে।
গত ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশিগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজ২৪.কমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জুন নিহত নাদিমের স্ত্রী বাদী হয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে বকশিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এসএফ/আরবি