ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নারী ফুটবলারদের মারধর: ৩ আসামির জামিন বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
নারী ফুটবলারদের মারধর: ৩ আসামির জামিন বাতিল

খুলনা: খুলনায় বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামের সুপার কুইন ফুটবল একাডেমির চার নারী ফুটবলারকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামির জামিন বাতিল করেছেন আদালত। আসামিরা হলেন- সালাউদ্দিন খাঁ, মা রঞ্জি বেগম ও নুপুর।

মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলা প্রত্যাহার না করলে অ্যাসিডে শরীর ঝলসে দেওয়ার ঘটনায় জিডির সত্যতা পেয়েছে পুলিশ।  

তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৮ আগস্ট) তিন আসামি আদালতে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খুলনার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জামান এই আদেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মনজিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত তার পর্যবেক্ষণে বলেন, হত্যা প্রচেষ্টা মামলার জামিনে থাকা তিন আসামিদের জামিনের সব শর্ত ভঙ্গ করেছেন। তারা পরস্পর যোগসাজশে হত্যা প্রচেষ্টা মামলার বাদী সাদিয়া নাসরিন ওপর হামলার শিকার নারী ফুটবলারদের মামলা তুলে না নিলে অ্যাসিডে শরীর ঝলসে দেওয়ার হুমকি দেয়। যা পুলিশি তদন্তে প্রমাণিত। বাদী ও অপর ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতেই জামিন বাতিলের আদেশ দেওয়া হলো।

হাফপ্যান্ট পরে ফুটবল খেলায় ২৯ জুলাই (বৃহস্পতিবার)  রাতে বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে পর্যায়ক্রমে চার নারী ফুটবলারকে মারধর ও গুরুতর আহত করে নুর খাঁ ও তার পরিবারের সদস্যরা। আহতরা হলেন- মঙ্গলী বাগচি, হাজেরা খাতুন, জুঁই মণ্ডল এবং সাদিয়া নাসরিন।

পরে রোববার (৩১ জুলাই) দুপুরে এ ঘটনায় সাদিয়া নাসরিন বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ছয় জনকে আসামি করে মামলা করেছেন।
তারা হলেন- তেঁতুলতলা স্কুল মাঠ এলাকার আলাউদ্দিন (১৬), সালাউদ্দিন (২২), নুর আলম (৪৮), রঞ্জি বেগম (৪০), মনোয়ারা বেগম (৫৫) ও নুপুর খাতুন (২২)। মঙ্গলবার (১ আগস্ট) আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রাপ্তরা হলেন সালাউদ্দিন (২২), রঞ্জি বেগম (৪০) ও নুপুর খাতুন (২২)।

আসামিরা মামলার বাদী খুলনা জেলা অনূর্ধ্ব-১৭ দলের খেলায়াড় সাদিয়া আক্তার তিন্নিসহ অন্য খেলোয়ারদের অ্যাসিড নিক্ষেপসহ নানা হুমকি দেয়। এ বিষয়ে থানায় জিডিও করেছে সাদিয়া আক্তার তিন্নি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।