ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

কুমিল্লায় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
কুমিল্লায় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

 

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রোজিনা খান।  

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জগতপুর গ্রামের আবদুল মালেক, মফিজুল ইসলাম, আবু ইউসুফ ও খোকন মিয়া।  

মামলা সূত্রে জানা যায়, সম্পত্তির ভাগাভাগির ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের প্রতিবেশী কনু মিয়ার দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে কনু মিয়া দলবল নিয়ে ২০০৩ সালের ৩১ আগস্ট নজরুল ইসলামের বাড়ি ঘেরাও করে। এ সময় নজরুল ইসলামের ভাই মনিরুল ইসলাম গরুর দুধ বিক্রি করার উদ্দেশে বুড়িচং বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে আবদুল মালেক, মফিজুল, ইউসুফ, খোকনরা দেশীয় অস্ত্র দিয়ে মনিরুলকে কুপিয়ে আহত করে। পরিবারের সদস্যরা তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মনিরুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার বাদী হয়ে ১৬ জনের নামে মামলা দায়ের করেন। মামলায় সাজাপ্রাপ্ত চারজনই পলাতক। এরই মধ্যে মারা গেছেন কনু মিয়া, আবদুল মতিনসহ তিনজন আসামি। অন্যদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।