ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

আশাশুনিতে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
আশাশুনিতে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন 

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে কিশোরীকে ধর্ষণের দায়ে মিলন গাজী (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৯ আগস্ট) সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম এ রায় দেন।

 

সাজাপ্রাপ্ত মিলন গাজী আশাশুনি উপজেলার বৈরামপুর গ্রামের কালাম গাজীর ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, আশাশুনি উপজেলার বৈরামপুর গ্রামের এক কিশোরী (১৪) স্থানীয় মক্তবে পড়াশোনা করত। মক্তবে যাওয়া আসার পথে মিলন গাজী নামে এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। এক পর্যায়ে ২০১১ সালের ২৮ ফেব্রয়ারি সন্ধ্যায় মিলন গাজী ওই কিশোরীকে বিয়ে করার আশ্বাস দিয়ে বাড়ির পাশের একটি পুরাতন ঘরে নিয়ে ধর্ষণ করে। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ২০১১ সালে ১৩ অক্টোবর সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মিলন গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে জুডিসিয়াল তদন্তের নির্দেশ দেন। এদিকে মামলা চলাকালীন সময়ে ভিকটিমের ডিএনএ পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসে।

এ মামলায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার (৯ আগস্ট) সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম আসামি মিলন গাজীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। তবে আসামি পলাতক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।