ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মিথ্যা মামলা করায় বাদীর ৫ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
মিথ্যা মামলা করায় বাদীর ৫ বছরের কারাদণ্ড

বরগুনা: জেলায় মিথ্যা মামলা করায় বাদীর পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২০ আগস্ট) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মামলার বাদী বরগুনা জেলার আমতলী উপজেলার পূর্ব গাবতলী গ্রামের মো. হানিফের স্ত্রী নিলুফা বেগম। রায় ঘোষণা করার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামি নিলুফা বেগম বাদী হয়ে একই ঠিকানার আবদুল খালেকের ছেলে আবুল কালামের বিরুদ্ধে ২০১৮ সালের ১৭ জানুয়ারি ওই ট্রাইব্যুনালে অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, আবুল কালাম প্রায়ই তাকে উত্যক্ত করতেন। ওই বছর ১৬ জানুয়ারি বিকেলে আসামি আবুল কালাম নিলুফা বেগমের বসত ঢুকে ধর্ষণ চেষ্টা করেন। নিলুফা বাদী হয়ে ওই ট্রাইব্যুনালে মামলা করলে মামলাটি তদন্ত দিলে বাদীর ঘটনা মিথ্যা মর্মে প্রতিবেদন দেওয়া হয়।

পরে ট্রাইব্যুনাল নিলুফা বেগমের মামলা ২০১৮ সালের ২০ নভেম্বর খারিজ করে দেয়। নিলুফা বেগম মিথ্যা মামলা করার অপরাধে আসামি আবুল কালাম বাদী হয়ে ২০১৯ সালের ২০ মার্চ মূল মামলার বাদী নিলুফা বেগমের বিরুদ্ধে ওই ট্রাইব্যুনালে মামলা করেন। সেই মামলায় নিলুফা বেগমকে দণ্ড দেন ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, একটি যুগান্তকারী রায় হয়েছে। এই তথ্যটি সবাই জানলে কেউ মিথ্যা মামলা করবে না।

আসামি নিলুফার আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।