ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নওগাঁয় পৃথক ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
নওগাঁয় পৃথক ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

নওগাঁ: নওগাঁয় আলাদা দুটি ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ আগস্ট)  দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন জানান, ২০২০ সালের মার্চে জেলার পত্নীতলা উপজেলার কাশিমপুরে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে একই এলাকার শ্রী কাজল মালির বিরুদ্ধে। এরপর ১ এপ্রিল ওই নারীর স্বামী বাদী হয়ে পত্নীতলা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে আসামির নামে আদালতে চার্জশিট দেয় পুলিশ। পরে সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দেন বিচারক।

অন্যদিকে ২০১৪ সালের জানুয়ারিতে জেলার পোরশা উপজেলার এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে গোবরাকুড়ি গ্রামের হ্যাপি নামে এক যুবকের বিরুদ্ধে। ওই দিনই সংশ্লিষ্ট থানায় ছাত্রীর নানা বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ নয় বছর বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার তাকে এ সাজা দেন আদালত।

সাজাপ্রাপ্ত শ্রী কাজল মালি পত্নীতলা উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা এবং হ্যাপি পোরশা উপজেলার গোবরাকুড়ি গ্রামের ওসমানের ছেলে। তাদের মধ্যে হ্যাপি পলাতক।   

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।