ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে মেয়র-চেয়ারম্যানের নামে পাল্টাপাল্টি সাইবার মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
সিলেটে মেয়র-চেয়ারম্যানের নামে পাল্টাপাল্টি সাইবার মামলা

সিলেট: এবার সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এসএম নুনু মিয়ার নামে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।
 
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শ্রমিক নেতা মো. ময়না মিয়া সিলেটের সাইবার ট্রাইব্যুনালে একমাত্র নুনু মিয়াকে আসামি করে এ মামলা (নং-১৭১/২৩) দায়ের করেন।



মামলাটি পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালতের বিচারক মনির কামাল।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিছবাহুর রহমান আলম বলেন, পৌরমেয়র মুহিবুর রহমানকে নিয়ে সম্প্রতি উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, কুরুচিপূর্ণ, আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন।  এমন বক্তব্যে পৌর এলাকার সাধারণ মানুষ ও তাহার সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার উপক্রম হয়েছে। তিনি অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু ক্রমে আদালতে সুবিচার কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া বলেন, বিশ্বনাথে আমার মাধ্যমে অভূতপূর্ণ উন্নয়ন দেখে একটি পক্ষ বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
 
তিনি বলেন, আওয়ামী লীগকে সাথে নিয়ে আইনি লড়াইয়ে এ মামলার জবাব দেওয়া হবে।

এর আগে ২২ আগস্ট সরকারি বরাদ্দের নামে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে উপজেলা চেয়ারম্যান মো. নুনু মিয়া ও তার পিএস দবিরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন জামাল আহমদ নামে ভুক্তভোগী।

এরপর ৩০ আগস্ট পৌরমেয়র মুহিবুর রহমানের ওপর সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. নুরুল হক।
বিশ্বনাথের দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা ও বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় বইছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।