ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় মোশারফ নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।

একই মামলায় মরদেহ গুম করায় আসামিকে পাচঁ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত মোশারফ নেত্রকোনার কেন্দুয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০২১ সালের ২৩ অক্টোবর শিশুকে ধর্ষণ শেষে হত্যা করে আসামি। পরে নিহত শিশুর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।