ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

অনুমতি ছাড়া গান প্রচার: দুইজনের বিরুদ্ধে শাফিনের মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
অনুমতি ছাড়া গান প্রচার: দুইজনের বিরুদ্ধে শাফিনের মামলা  কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার মো. শাফিন আহমেদ: ফাইল ফটো

ঢাকা: অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাইলস ব্যান্ডের গান প্রচার করায় কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার মো. শাফিন আহমেদ একটি মামলা করেছেন।

মামলায় কিনেটিক নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক আশিকুন নবী ও পরিচালক আশিফুন নবীকে বিবাদী করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে শাফিন নিজেই বাদী হয়ে মামলাটি করেন।  শুনানি শেষে আদালত বিবাদীদের প্রতি আগামী ৫ নভেম্বর তাদের হাজির হতে সমন ইস্যু করেন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল এ তথ্য জানান।

মামলার অভিযোগে বলা হয়, শিল্পীর গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব, আমাজন, আই টিউনস, অ্যাপল মিউজিক প্রচার করে অপরাধ করেছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
কেআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।