ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

আপিল বিভাগের অ্যাডভোকেট হলেন ২৫৯ আইনজীবী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
আপিল বিভাগের অ্যাডভোকেট হলেন ২৫৯ আইনজীবী

ঢাকা: সুপ্রিম কোর্টের ২৫৯ জন আইনজীবীকে আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা যায়।

স্মারকে বলা হয়, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির ৯ সেপ্টেম্বরের সভায় ২৫৯ আইনজীবীকে আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া ৩০১ জনের তালিকাভুক্তির আবেদন মুলতবি রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।