ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আইন ও আদালত

বান্দরবানে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
বান্দরবানে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

বান্দরবান: বান্দরবানে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের দায়ে আলতাজ উদ্দিন (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) সকালে বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত আলতাজ একই জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কাঁঠালছড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জকির আহাম্মদ ছেলে।  

সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ ডিসেম্বর বিকেলে লামার শামুক ছড়ার মুখ এলাকায় পরিবারের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে বাকপ্রতিবন্ধী এক নারীকে (৪৩) ধর্ষণ করেন আলতাজ। এ ঘটনায় একই দিনে ওই নারীর মা বাদী হয়ে লামা থানায় আলতাজকে আসামি করে একটি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে আলতাজকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয় এবং শুনানি শেষে আসামির উপস্থিতিতে রোববার দুপুরে আদালত এ রায় দেন।

বাদীর আইনজীবী বাসিংথোয়াই মারমা জানান, রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।