ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঠাকুরগাঁওয়ের পাট ক্রয় কেন্দ্রের জমি বিক্রির কার্যক্রম স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
ঠাকুরগাঁওয়ের পাট ক্রয় কেন্দ্রের জমি বিক্রির কার্যক্রম স্থগিত

ঢাকা: ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে জুট ট্রেডিং করপোরেশনের (জেটিসি) অধীনে ‘পাট ক্রয় কেন্দ্রের’ ৫৪ শতক জমি নামমাত্র মূল্যে হস্তান্তরের প্রক্রিয়ার ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।  

এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৬ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।  

গত ১১ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ‘পানির দরে বিক্রি হচ্ছে পাট ক্রয় কেন্দ্রের জমি, কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করেন ঠাকুরগাঁওয়ের আইনজীবী আব্দুস সামাদ।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে জুট ট্রেডিং করপোরেশনের (জেটিসি) অধীনে ‘পাট ক্রয় কেন্দ্রের’ ৫৪ শতক জমি নামমাত্র মূল্যে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ওই জমির আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা হলেও তা ৩১ লাখ ৭৬ হাজার টাকায় হস্তান্তরের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানির পরও জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।  

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।