ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতাসহ ছয়জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতাসহ ছয়জনের কারাদণ্ড

নোয়াখালী: নোয়াখালীতে একটি সিআর মামলায় সোনাইমুড়ী উপজেলার অম্বর নগর ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ ছয়জনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে নোয়াখালীর বিশেষ জেলা ও দায়রা জজ এ এন এম মোর্শেদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বর নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম চৌধুরী কামাল, প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন ভূঁইয়া, মাহবুবুল আলম জাবেদ (সাবেক ইউপি সদস্য), এইচ এম শাহজাহান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম মিলন।  

নোয়াখালীর কোর্ট ইন্সপেক্টর মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে একটি সিআর মামলায় দণ্ডবিধির ৩৬৫ ধারায় আসামিদের উপস্থিতিতে বিচারক এ আদেশ দেন।  

বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।